বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৩:১৫ পিএম
বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত -হয়েছে। পলিথিন ও প্লাস্টিকের ভয়াবহ দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে  রুপান্তর এর আয়োজনে জার্মানের অর্থায়নে  সোমবার বেলা ১১ টায়  সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম এর যুগ্ন আহবায়ক ও বরগুনা প্রেসক্লাবের সহ- সভাপতি হাফিজুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছির আরাফাত রানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেমায়েত উদ্দিন  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা, বরগুনা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান,  ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন খলিলুর রহমান,শাহাদাত হোসেন। সভা পরিচালনা করেন রুপান্তর জেলা সমন্বয় কারী খলিলুর রহমান। কর্ম শালায় ৩০ জন ব্যবসায়ী  অংশ নেয়। কর্মশালায় উপস্থিত ব্যবসায়ীদের মাঝে রুপান্তর এর পক্ষ থেকে ১০০ টি করে  বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরন করেন। 

বক্তারা পলিথিন বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এবং বাজারে পলিথিনের বিকল্প ব্যাগের উৎপাদনের জন্য সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি জোড় দাবী জানান।

আপনার জেলার সংবাদ পড়তে