বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে নাসিরনগরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের মূল বিষয় “একটি গল্প, একটি শিক্ষা -সচেতন হই, শিশুকে পানিতে ডুবার হাত থেকে বাঁচাই”।
আজ সোমবার (২৮ জুলাই) সকালে নতুন প্রজম্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের(এনপিইউইউএফ) আয়োজনে উপজেলা সদরে শোভাযাত্রা শেষে ডাকবাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসিসিডি'র কর্মকর্তা আবু হুচ্ছাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ মকবুল হোসেন। চাইল্ড কেয়ার সুপারভাইজার তুষার মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুইমিং সুপারভাইজার জাহাঙ্গীর হাসান, সুবল বিশ্বাস, চাইল্ড কেয়ার সুপারভাইজার সাবিনা আক্তার, সামিরা বেগম, দুর্জয় সিংহ, সুলতান মাহমুদ সিজার ও বাবুল মিয়া। সভায় ৩৬জন স্থানীয় সাঁতার প্রশিক্ষকগন উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন ডাকবাংলোতে শিশুদের সাঁতার প্রশিক্ষণ পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন বলেন, “পানিতে ডুবা প্রতিরোধ করে শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি। পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালনের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে অঙ্গীকারাবদ্ধ হই যেন সকলে মিলে প্রতিরোধযোগ্য এই মৃত্যু রুখে দিতে পারি।”