ভালুকায় জাল টাকাসহ সোহেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তিনি সুনামগঞ্জে তাহিরপুরের কাউকান্দি গ্রামের মো. রাজ্জাকছেলে। গত রোববার (২৭ জুলাই) রাতে উপজেলার কাচিনা বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
থনা ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধা রাতে সোহেল মিয়া ওই বাজারে কেনা-কাটা করে দোকানিকে ১ হাজার টাকা জান নোট দেয়। দোকানি টাকা হাতে নিয়ে বুজতে পারে জাল টাকা। পরে টাকা পাল্টিয়ে দেয়ার জন্য বললে সোহেল জানায় তার নিকট আর কোন টাকা নেই। পরে স্থানীয়রা সোহেলের শরীর তল্লাসী করে ১১ হাজার টাকা জাল নোট জব্দ করে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে আটক করে এবং ১১ হাজার টাকা জল নোট জব্দ করে।
ভালুকা মলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আটক সোহেল মিয়ার নামে বিশেষ ক্ষমতা অইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।