পাবনার সুজানগরের কদিম মালঞ্চী গ্রামের হতদরিদ্র রইচ শেখ ও তার ছোট ভাই তৈয়জ শেখের ৯শতাংশ জমি ভুয়া দলিলমূলে রেজিস্ট্রি করে অবৈধভাবে জবর দখল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, দীর্ঘদিন আগে কদিম মালঞ্চী মৌজায় অবস্থিত উক্ত রইচ শেখ ও তার ছোট ভাই তৈয়জ শেখের নামীয় ৯শতাংশ জমি একই গ্রামের মাছিম উদ্দিন দলিল রেজিস্ট্রিমূলে ক্রয় করেন। পরবর্তীতে রইচ শেখ ও তৈয়জ শেখ আবার মাছিম উদ্দিনের কাছ থেকে ওই জমি দলিল রেজিস্ট্রিমূলে ক্রয় করেন। বর্তমানে তারা ওই জমি তাদের নামে খাজ-খারিজ দিয়ে ভোগ দখল করছেন। কিন্তু বেশ কিছুদিন হলো একই গ্রামের প্রভাবশালী আব্দুল মান্নান উক্ত রইচ শেখ ও তৈয়জ শেখের স্বাক্ষর জাল করে অভিনব কায়দায় ওই জমি ভুয়াভাবে দলিল রেজিস্ট্রি করে নিয়েছে। যার দলিল নং- ৪৪৪৯/৭৮। ভুক্তভোগী রইচ শেখ ও তৈয়জ শেখ জানান, আমরা কখনও ওই জমি মান্নানের নিকট বিক্রি করি নাই। মান্নান প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের স্বাক্ষর জাল করে ভুয়াভাবে ৯ শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়েছে। ইতিমধ্যে আমরা ওই দলিল ভুয়া প্রমাণ করতে আমাদের স্বাক্ষর যাচাইয়ের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছি। কিন্তু উক্ত মান্নান প্রভাবশালী হওয়ায় আইন-আদালতকে উপেক্ষা করে এলাকার লোকজনকে ভুয়া ওই দলিল দেখিয়ে জমি জবর-দখল করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে জানতে উক্ত মান্নানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই। আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন ভুয়া দলিলে জমি দখল করার কোন সুযোগ নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।