জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) খুলনা জেলার আহবায়ক মো. শহিদুল ইসলাম শহীদ এবং সদস্য সচিব এমডি আজাদ আমিনের স্বাক্ষরিত দলীয় প্যাডে সোমবার (২৮ জুলাই) ডুমুরিয়া উপজেলা জাসাস'র সহ-সভাপতি এস এম তুহিন সরদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়েছে।
তারই অংশ হিসেবে খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি ও জেলা জাসাস এর আহবায়ক মো. শহিদুল ইসলাম শহীদ এবং সদস্য সচিব এমডি আজাদ আমিনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা জাসাস'র এ নতুন (ভারপ্রাপ্ত) সভাপতি। একইদিন দুপুরে নগরীর কেডিএ ঘোষস্থ রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সন্নিকটে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা থানা বিএনপি'র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, সিনিয়র যুগ্ন আহবায়ক বিকাশ মিত্র, খুলনা জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, জেলা যুবদল নেতা আয়ূব মোল্লা, পীর আলী সরদার, রিপন বৈরাগী, নজরুল ইসলাম আকন, ফারুক শেখ, বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মশিউর রহমান শফিক, সহ-প্রচার সম্পাদক জোয়ার্দার মো. আবু হানিফ, সাবেক বৃহত্তর ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এম এম জাফর হাসান, পূর্ব রূপসা থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী জাকারিয়া, রূপসা থানা জাসাস সহ-সভাপতি রাসেল খান, পারভেজ বিশ্বাস, রাসেল বিশ্বাস, রাকিব হাসান, জাহিদুল ইসলাম, মিল্টন মন্ডল, আলী আকবর, হাদিউজ্জামান মোড়ল, শাহিন মোল্লা, পিয়াল ইসলাম, বিএনপি অফিস সহকারী বিকু খান প্রমূখ।