প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জোর করে সহকারি শিক্ষকের পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়ায় অভিযোগ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৬:০০ পিএম
জোর করে সহকারি শিক্ষকের পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়ায় অভিযোগ

রাজশাহীর বাঘায় জোর করে সহকারি শিক্ষকের পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাজশাহী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী সহকারি শিক্ষক বিপুল কুমার।

অভিযোগ সুত্রে জানা গেছে, বাউসা ভোকেশনাল ইন্সটিটিউট অ্যান্ড বিএম কলেজের সহকারি শিক্ষক বিপুল কুমারকে প্রধান শিক্ষক রেজাউল করিম ধানের বীজ আতনে বলেন। বাঁকিতে ধানের বীজ নিয়ে না আসায় ২৮ জুন তাকে অশ্লিল কথা বার্তা বলে এবং মারধর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেই।

প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে চাকরি করতে অপারগতা প্রকাশ করায় স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেন সহকারি শিক্ষক বিপুল কুমার। কেউ যদি জোর করে স্বাক্ষর নেওয়ার কথা বলে থাকেন, তাহলে মিথ্যা বলেছেন বলে দাবি করেন তিনি।

বিপুল কুমার লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের দেলুয়া গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে। তিনি ২০০৫ সালে যোগদান করে বাউসা ভোকেশনাল ইন্সটিটিউটে চাকরি করে আসছিলেন।

রেজাউল করিম বাউসা ভোকেশনাল ইন্সটিটিউট অ্যান্ড বিএম কলেজের প্রধান শিক্ষক ও বাউসা পূর্বপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে এবং বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, শিক্ষককে মাধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তের জন্য এক সহকারি পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি শাম্মী আক্তার বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে