লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) :
| আপডেট: ২৮ জুলাই, ২০২৫, ০৬:১৩ পিএম | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৬:০৫ পিএম
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

লালমনিরহাট রেল স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অঞ্চলজুড়ে রেল চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি উল্টে যায় এবং অন্তত পাঁচজন যাত্রী আহত হন। এতে করে বুড়িমারী স্থলবন্দরসহ উত্তরাঞ্চলের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লালমনিরহাট-বুড়িমারী রুটে আপাতত সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে লালমনিরহাট শহরের বিডিআর গেট রেলক্রসিং ও রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেডের মধ্যবর্তী স্থানে এই সংঘর্ষ ঘটে। রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৬১ নম্বর কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশের সময় ঢাকা থেকে আসা ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রী নামিয়ে পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় একই লাইনে মুখোমুখি হয়ে পড়ে দুটি ট্রেন।

সংঘর্ষের ফলে যাত্রীবিহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় এবং ইঞ্জিনসহ রেললাইনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার কারণে বুড়িমারী কমিউটার ট্রেনটিও আটকা পড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। রেলওয়ের উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত কোচ ও রেললাইন পুনরুদ্ধারে কাজ করছে। ঘটনাস্থলে থাকা লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, “এই দুর্ঘটনায় যাত্রীর কোনো প্রাণহানির খবর নেই। উদ্ধারকাজ পুরোদমে চলছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”

রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান জানান, “প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর না থাকলেও বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। যদি কারও দায়িত্বে অবহেলা থাকে, তা হলে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, “ভুল সিগন্যালের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।”

রেল যোগাযোগ বন্ধ থাকায় বুড়িমারী রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দুর্ঘটনাস্থলের আশপাশের সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে, বিশেষ করে বিডিআর গেট দিয়ে পুরান বাজার, কুড়িগ্রামের ফুলবাড়ি ও ভূরুঙ্গামারীর সড়কপথ চলাচল বন্ধ রয়েছে। রেল চলাচল কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে