নাঙ্গলকোটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৬:১০ পিএম
নাঙ্গলকোটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম  (এস ই ডিপি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ২০২২, ২৩ ও ২৪ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রানা কুমার সাহা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।  মোঃ মাঈনউদ্দিন দুলাল 

আপনার জেলার সংবাদ পড়তে