প্রেসক্লাব, পীরগাছার কার্যকরি কমিটির শপথ ও পরিচিতি সভা

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৬:৩৫ পিএম
প্রেসক্লাব, পীরগাছার কার্যকরি কমিটির শপথ ও পরিচিতি সভা

প্রেসক্লাব, পীরগাছা, রংপুরের নবগঠিত কার্যকরি কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে শপথ ও পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন, ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও ক্লাবের উপদেষ্টা মোত্তালেব হোসাইন, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা মোস্তাফিজার রহমান রেজা, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর এবং ক্লাবের উপদেষ্টা বজলুর রশিদ মুকুল, ক্লাবের উপদেষ্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, আব্দুস সালাম আজাদ জুয়েল, নুর আলম মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রভাষক আহম্মদ হোসেন ও প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সাংবাদিকতার মান অক্ষুন্ন রেখে কাজ করতে হবে। পেশাদারিত্ব সাংবাদিকতাই হচ্ছে আসল সাংবাদিকতা। সমাজের সকল ন্যায়-অন্যায়, সমস্যা-সম্ভাবনা তুলে ধরাই সাংবাদিকদের কাজ। আমরা চাই আপনাদের কাজের মাধ্যমেই সবকিছু পরিষ্কার হবে।