বাঘার ৫টি উন্নয়ন প্রকল্পের ১১ কোটি টাকার কাজের উদ্বোধন

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৭:২৮ পিএম
বাঘার ৫টি উন্নয়ন প্রকল্পের ১১ কোটি টাকার কাজের উদ্বোধন
রাজশাহীর বাঘা পৌরসভার ৫টি উন্নয়ন প্রকল্পের ১১ কোটি টাকার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড় এলাকায় এই প্রকল্পের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার। প্রকল্পের কাজের মধ্যে ৩ হাজার ৭৮৯মিটার কার্পেটিং ও আরসিসি রাস্তা। ৭৫ মিটার ব্যানাসাইটিং ১১০ মিটার রিটেইলিং ও ১ হাজার ৩৬০ মিটার আরসিসি ড্রেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডা. আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক কাউন্সিলর রোকনুজ্জামান মিঠু, ঠিকাদার রবিউল ইসলাম, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার বলেন, কাজের কোন গুনগত মান বজায় রেখে প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে আহ্বান জানান।
আপনার জেলার সংবাদ পড়তে