গজারিয়ায় বিএনপির বিজয় মিছিল অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৭:৪৭ পিএম
গজারিয়ায় বিএনপির বিজয় মিছিল অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য ঘোষিত চারটি ইউনিয়ন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে ইউনিয়ন কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় কমিটি নিয়ে অপপ্রচারকারীদের কড়া প্রতিবাদ জানান নেতাকর্মীরা।

সোমবার (২৮ জুলাই) বিকালে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেসে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহা. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান সফিক, যুগ্ন আহবায়ক মফিজুল ইসলাম রনি, যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ্ ,মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস মিয়াজী মোহন, উপজেলা যুবদলের আহবায়ক ওহিদুজ্জামান ওহিদ, যুগ্ন আহবায়ক মাহাদী ইসলাম বাবু, মুন্সীগঞ্জ জেলা জাসাসের আহবায়ক হাসান জাহাঙ্গীর,ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বায়জিদ শ্রাবণ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া,বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: শরীফ হোসেন মাস্টার, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:জসীমউদ্দীন প্রমূখ ।   

তার বক্তব্যে যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহা. মুজিবুর রহমান বলেন, ' গজারিয়া উপজেলা বিএনপির বর্তমান কমিটির নেতৃত্বে যারা রয়েছেন তারা অত্যন্ত যোগ্য। গঠনতন্ত্র মেনে তারা চারটি ইউনিয়নে আহবায়ক কমিটি দিয়েছেন, আমরা এই কমিটিকে স্বাগত জানাই। কিছু বিতর্কিত লোক যাদের পদ পাওয়ার ক্ষমতা নাই তারা এই কমিটির বিরুদ্ধে কথা বলছে। আজ যখন গজারিয়া উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ তখন এক বড় নেতা সেই ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। মেঘনা নদীতে বালুমহাল পরিচালনার সাথে আমি জড়িত নই তারপরও আমাকে জড়িয়ে মিথ্যাচার কথা হয়। আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। এসব অপপ্রচারের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি করেন, জনগণের পক্ষে রাজনীতি করেন'।

উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন, ' আমরা নিয়ম মেনেই চারটি ইউনিয়নে কমিটি ঘোষণা করেছি। যারা কমিটির বিরোধিতা করছেন তারা গঠনতন্ত্র সম্পর্কে জানেন না। গত পরশুদিন তারা মহাসড়ক বন্ধ করে জনগণকে দুর্ভোগ দিয়ে তথাকথিত প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। আমি তাদের এই কর্মকাণ্ডের নিন্দা জানাই। আওয়ামী লীগ শাসন আমলে যাদের পাশে পাওয়া যায়নি তারা আজ বড় বড় কথা বলছে। আপনাদের স্পষ্টভাবে বলে দিতে চাই যারা যোগ্য তাদেরকে পদ দেওয়া হয়ে হয়েছে। অপপ্রচার না করে ঐক্যবদ্ধ থাকুন'।

আপনার জেলার সংবাদ পড়তে