ঝিকরগাছায় আ'লীগের ইউপি চেয়ারম্যান আটক

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৮:০৫ পিএম
ঝিকরগাছায় আ'লীগের ইউপি চেয়ারম্যান আটক

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন পিকুল (৫৩) আটক হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল উপজেলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জাকির হোসেন পিকুল রাজাপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলা (নম্বর ১৩, জিআর-২৭৩/২৪) অনুযায়ী, তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন (ধারা ১৫(৩)/২৫উ) ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের (ধারা ৩/৬) আওতায় অভিযোগ রয়েছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবু সাইদ বলেন - পানিসারা ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে