সরাইল অন্নদায় অভিভাবক সমাবেশ, সমস্যা শিক্ষক সংকট!

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ১২:৫১ পিএম
সরাইল অন্নদায় অভিভাবক সমাবেশ, সমস্যা শিক্ষক সংকট!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের হল রূমে অনুষ্ঠিত সমাবেশে প্রায় শতাধিক নারী পুরূষ অভিভাবক অংশ গ্রহণ করেন। সমাবেশে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন শিক্ষকরা। শিক্ষক মো. হাদিস মিয়ার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত দাস। বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক মো. মুসা মিয়া, মো. জাকিরূল ইসলাম, অপু নাগ, সরাইল প্রেসক্লাবের সম্পাদক তৌফিক আহমেদ তফছির, অভিভাবক ও ব্যাংক কর্মকর্তা এম.এ মুসা, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান ও মো. মোকাব্বের প্রমূখ। শিক্ষকরা পাঠদান ও শিক্ষা বিষয়ে বলতে গিয়ে ১৮ জন শিক্ষকের স্থলে মাত্র ৯ জন শিক্ষক পাঠদান করার বিষয়টি অভিভাবকদের সামনে তুলে ধরেন। এরপরও তারা কষ্ট করে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন রকমে ক্লাশ চালিয়ে যাচ্ছেন। ভর্তিকৃত শিক্ষার্থীদের মান খুব একটা ভালো থাকে না। সেখান থেকে তাদেরকে একটা পর্যায়ে আনতে অনেক কষ্ট হয়। তারপরও তারা চেষ্টা করছেন। বিদ্যালয়ের আভ্যন্তরিণ পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে তারা গৌরবান্বিত। অভিভাবকদের উদ্যেশ্যে বলেন, আপনারা সন্তানদের পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করূন। পাঠদান ও পরীক্ষার ফলাফল ভালো করতে করণীয় নিয়ে আপনাদের পরামর্শ চাই। আর এ জন্যই আজকের সমাবেশের আয়োজন করা হয়েছে। অভিভাবকরা শিক্ষক সংকটের কারণে পাঠদানে ব্যাঘাতের কথা উল্লেখ করে বলেন, ইংরেজী অংকসহ বিজ্ঞানের গুরূত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দেন। টিফিনের সময় গোপনে বিদ্যালয় ত্যাগ ও ক্লাশ ফাঁকির বিষয়ে ব্যবস্থা নিন। আভ্যন্তরিণ পরীক্ষার মূল্যায়নপত্র অভিভাবকদের দেখানোর ব্যবস্থা করূন। বছরে প্রয়োজনে ২-৩ টি অভিভাবক সমাবেশ করে শিক্ষার্থীদের অগ্রগতি ও সমস্যা তুলে ধরূন। অভিভাবক সমাবেশ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সকল অভিভাবক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে