মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০১:২২ পিএম
মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর মামলায় মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ও ধুরাইল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত  সালাউদ্দিন সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের আক্কেল খানের ছেলে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। এ ঘটনায় তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক জাওয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সালাউদ্দিন খানকেও আসামি করা হয়। 

সোমবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে মাদারীপুর আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেয় বিচারক। তাকে মাদারীপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন দীর্ঘ দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে ধুরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য।

এ ব্যপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মহসীন হোসেন সাংবাদিকদের জানান, সালাউদ্দিন একটি মামলার আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে