ব্যাংক শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, একটি সমাজ সচেতন ও পরিবেশবান্ধব প্রতিষ্ঠানেও রূপ নিতে পারে-এই বার্তা দিতেই এনসিসি ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখা আয়োজন করেছে একটি সময়োপযোগী বৃক্ষরোপন ও চারা বিতরন কর্মসুচি। গত ১৭ মে ব্যাংকটি উদযাপন করেছে তাদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এরই ধারাবাহিকতায় ব্যাংকের শ্রীমঙ্গল শাখা আজ মঙ্গলবার আয়োজন করেছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। আজ মঙ্গলবার সকাল ১১টায় এই আয়োজন অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গলের মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
প্রতিষ্ঠাবার্ষিকীর ৩২ বছর পূর্তি উপলক্ষে প্রতীকীভাবে ৩২টি বৃক্ষের চারা রোপণ করা হয় বিদ্যালয় ক্যাম্পাসে। এর পাশাপাশি পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় করে তুলতে ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগুলোর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছ অন্তর্ভুক্ত ছিলো।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন ব্যংকের এক্সিকিউটিভ উবায়দুল হক, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সামসুদ্দিন ইলিয়াস। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ ও দুই শতাধিক শিক্ষার্থী।
এই অনুষ্ঠানের মূল থিম বা স্লোগান ছিল-‘এনসিসি নিসর্গ-আপনার সাথে সবুজের পথে’। এই স্লোগানের মধ্য দিয়ে এনসিসি ব্যাংক একটি সামাজিক বার্তা দিচ্ছে যে-আমাদের প্রতিদিনের কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সক্রিয় ভূমিকা রাখা জরুরি।
শুধু আর্থিক সেবা নয়, পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এনসিসি ব্যাংক। সারাদেশে এমন একটি মহৎ ও সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করায় স্থানীয় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
ব্যাংকের পরিবেশ বান্ধব কার্যক্রম ‘এনসিসি নিসর্গ’ এর অংশ হিসেবে এই আয়োজন, যা পরিবেশ রক্ষায় ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অনন্য নিদর্শন। বৃক্ষরোপণ মানেই শুধু গাছ লাগানো নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি। এনসিসি ব্যাংকের এই উদ্যোগ যেন আরও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করে-এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।