ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৩:২০ পিএম
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ভালুকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তায়িব আকন্দ (২০) নামে এক যুবক নিহত ও হাকিম নামে একজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তায়িব আকন্দ মারা যায়। আহত হাকিমকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত তায়িব উপজেলার ভরাডোবা ডিমাইল পাড়ার বাবুল আকন্দের ছেলে। উপজেলা গোয়ারী মুক্তির বাজার নামক স্থানে ভালুকা-গফরগাঁও সড়কে সোমবার (২৮ জুলাই) রাতে ওই দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কে গোয়ারী মুক্তির বাজার নামক স্থানে বিপরিত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সটরসাইকেল আরোহী তায়িব আকন্দ ও হাকিম ছিটকে সড়কের উপর পড়ে গিয়ে গুরতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তায়িব আকন্দ মারা যায়। আহত হাকিমকে ময়মনসিংহ একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে