কলাপাড়ায় ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভুক্তকরণ বিষয়ে সভা

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৪:৪১ পিএম
কলাপাড়ায় ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভুক্তকরণ বিষয়ে সভা

পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভুক্তকরণ ও নীতি নির্ধারকদের ভূমিকা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্ট্রিট চাইল্ড’র মায়ানমার-বাংলাদেশের কো-অর্ডিনেটর ইমতিয়াজ হৃদয়।

উন্নয়ন সংস্থা আভাস, বিন্দু নারী উন্নয়ন সংগঠন, কোস্ট ফাউন্ডেশন ও স্ট্রিট চাইল্ড এই কমসূচীর আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কমসূচীর সহকারী পরিচালক আসাদ উজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা  তাসলিমা আক্তার। সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গনমাধ্যমকর্মী, প্রকল্প সংশ্লিষ্ট সুবিধাভোগী নারী কৃষকরা উপস্থিত ছিলেন । 

সভায় প্রকল্প পরিচিতি, প্রকল্পের লক্ষ্য উদ্দ্যেশ্য তুলে ধরা হয়। উপস্থিত নারী কৃষাণীরা  তাদের চাষাবাদের নানা সমস্যা এবং  অবহেলিত থাকার বিষয়গুলো তুলে ধরেন।

আপনার জেলার সংবাদ পড়তে