মোবাইল ফোনে কথা বলছিলেন চালক

পথচারীকে ধাক্কা দিয়ে খাঁদে পরে যাত্রীবাহী বাস: নিহত ১

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৪:৫৬ পিএম
পথচারীকে ধাক্কা দিয়ে খাঁদে পরে যাত্রীবাহী বাস: নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি বালুরমাঠ সংলগ্নস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত ও বাসের ছয়জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অভিযোগ দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত পথচারী আব্দুল বাহিড় (৪০) ওই এলাকায় অস্থায়ীভাবে বসবাসরত বেঁদে সম্প্রদায়ের বাসিন্দা। তিনি রামপট্টি বাজারের উদ্দেশ্যে সড়কের পাশদিয়ে যাচ্ছিলেন। বাসের যাত্রীরা জানিয়েছেন, বরিশাল থেকে ধামুরাগামী ঝিনুক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাস্থল অতিক্রমকালে চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশদিয়ে যাওয়া পথচারীকে ধাক্কা দিয়ে বাসটি মহাসড়কের পাশের একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে বাসের ছয়জন যাত্রী আহত হয়েছেন।

বিমানবন্দর থানার ওসি জাকির সিকদার বলেন, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে গুরুত্বর আহত পথচারী আব্দুল বাহিড়কে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের তিনি মারা যান।

আপনার জেলার সংবাদ পড়তে