চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বীর সেনাদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। রহনপুর পৌর বিএনপি'র আহ্বায়ক এনায়েত করিম তোকি, পৌর বিএনপি'র সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মোঃ মিঠুনসহ পৌর ও উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয়ী শিক্ষার্থীদের আগামী ৭ আগষ্ট পুরস্কার তুলে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।