কলমাকান্দার মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০২:০৯ পিএম
কলমাকান্দার মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

"বাঁধ রক্ষা মানেই জীবিকা রক্ষা", "বাঁধ রক্ষা মানেই ভবিয্যত রক্ষা" এবং ‍"বাঁচাও আমাদের ফসলি জমি, বাঁচাও আমাদের বসতবাড়ী, বাঁধ ভেঙ্গে গেলে সব হারাবে হাজারো পরিবার, বন্যায় ভেসে যাবে গ্রাম, জমি যাবে পানির নিচে" ব্যানারে এমন বাক্য লিখে মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

আজ বুধবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হরিপুর এলাকায় 'নাজিরপুর ও কৈলাটী ইউনিয়ন এর সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।

এতে মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটির উপদেষ্টা উপদেষ্টা ডা. মোফাক্কারুল ইসলাম, সভাপতি আলাল উদ্দিন আলাল, সদস্য সচিব মাসুদ পারভেজ সালমান, হারুন মন্ডল, হযরত আলী, আব্দুল মতিন, রফিকুল ইসলাম নিরব, আমিরুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নদী খননের বিপক্ষে নই। কলমাকান্দা ও দুর্গাপুরের অনেক নদী নব্যতা হারিয়েছে। সেই নদীগুলোকে খনন না করে একটি খাল খননের নামে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এই এলাকার মানুকে  পঙ্গু করার পাঁয়তারা করছে এর তীব্র নিন্দা ও জানায়। এই বাঁধকে কেউ হাত দেওয়ার দৃষ্টতা দেখায় গ্রামের হাজার হাজার মানুষ নিয়ে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। জীবন রক্ষার্থে এই বাঁধ রক্ষা করবো, বুকের তাজা রক্ত দিয়ে হলেও মাজিবাড়ী বাঁধ রক্ষা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে