হাতিয়ার নিঝুমদ্বীপে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০২:১০ পিএম
হাতিয়ার নিঝুমদ্বীপে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এর করা অভিযোগ মিথ্যা বলে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি। বুধবার নিঝুমদ্বীপ বন্দরটিলা বাজারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ইব্রাহিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: সাহেদ উদ্দিন,  ইউনিয়ন যুবদল সভাপতি আশ্রাফ উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক আমিনুল মুমিন বাবলু, বন্দরটিলা বাজার বনিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন, ছাত্র প্রতিনিধি মো: ইলিয়াস মাহমুদ সহ ইউনিয়নের বিভিন্ন শাখার প্রায় ৫ শতাধিক নেতা কর্মী।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদে গিয়ে প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তারের কাছে পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। গত অর্থ বছরের টিআর, কাবিখা ও কর্মসূচীর প্রকল্পের টাকায় কি কাজ করেছেন তা জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারে নি। এতে স্থানীয় নেতাকর্মীদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি পরিষদ ছেড়ে বাড়ীতে চলে যান। কিন্তু তার পরদিন তিনি বিভিন্ন মহলে তার কাছে চাদা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তিনি তার নিজের অনিয়ম ডাকতে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। প্যানেল চেয়ারম্যান এর করা এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

উল্লেখ্য ৫ আগষ্টের পর আওয়ামী সরকারের পতন হলে আত্নগোপনে চলে যায় নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অধিকাংশ ইউপি সদস্য। পরে প্যানেল চেয়ারম্যান লাভলীকে দিয়ে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে