কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের বেস্ট স্টুডেন্ট এ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড (ইউবিএসএ) প্রোগ্রামের আওতায় এ পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে ২০২২ এবং ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতে ইসলামির আমির আব্দুল মান্নান, উপজেলা এনসিপির আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অনেকে।