সিংড়ায় অসুস্থ্য ব্যক্তির পাশে পরিবেশ কর্মীরা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৪:২৯ পিএম
সিংড়ায় অসুস্থ্য ব্যক্তির পাশে পরিবেশ কর্মীরা

নাটোরের সিংড়ায় অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত যুবক আলামিনের পাশে দাড়িয়েছেন পরিবেশ কর্মীরা। বুধবার পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদানের পাশাপাশি চিকিৎসার জন্য অর্থ সহায়তার আশ্বাস দেয়া হয়।

যুবক আলামিন স্ট্রোকে প্যারালাইজড হয়ে দীর্ঘ দিন ধরে ঘরের বিছানায় কারাচ্ছিলেন খবর পেয়ে ছুটে যান স্থানীয় পরিবেশ কর্মীরা। অসুস্থ্য ওই যুবকের শারিরীক ও সাংসারিক খোঁজ খবর নিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন পরিবেশ কর্মীরা।  

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, কোষাধক্য আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ও পরিবেশ কর্মী মতিয়ার হোসেন মিলন প্রমূখ। 

আপনার জেলার সংবাদ পড়তে