সীমানা পুনঃনির্ধারণে নির্বাচন কমিশনের প্রস্তাব

গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৩০ জুলাই, ২০২৫, ০৪:৫২ পিএম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৪:৪৪ পিএম
গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার সংখ্যার ভিত্তিতে আসন পুনঃবণ্টনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে বাগেরহাটে একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানোর সুপারিশ করেছে সীমানা নির্ধারণের বিশেষায়িত কারিগরি কমিটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, দেশের ৪২টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে সংশোধনী চূড়ান্ত করেছে ইসি। আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খসড়া সংশোধনীর বিরুদ্ধে আপত্তি গ্রহণ করা হবে। এরপর আপত্তির শুনানি শেষে গেজেট আকারে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ভোটার সংখ্যার ভিত্তিতেই আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। যেখানে ভোটার বেড়েছে, সেখানে আসন বাড়ানো হবে। আর যেসব জেলায় ভোটার কমেছে, সেখানে আসন কমানো হবে।”

তিনি আরও জানান, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে আসনের সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। এই প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের মতামত, ঐকমত্য কমিশনের সুপারিশ ও ২০২২ সালের জনশুমারির কিছু নির্ভরযোগ্য উপাত্তকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই সভায় সীমানা পুনঃনির্ধারণ ছাড়াও ভোটকেন্দ্র নির্ধারণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

গাজীপুর জেলার জনসংখ্যা ও ভোটার সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানে একটি অতিরিক্ত সংসদীয় আসন সৃজনের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, বাগেরহাটে তুলনামূলকভাবে ভোটার সংখ্যা হ্রাস পাওয়ায় একটি আসন কমানোর প্রস্তাব এসেছে।

এই সীমানা পুনঃনির্ধারণ ও আসন হ্রাস-বৃদ্ধির বিষয়টি এখনো চূড়ান্ত নয়। ১০ আগস্ট পর্যন্ত নাগরিক ও রাজনৈতিক দলগুলোর আপত্তির সুযোগ থাকবে। এরপর শুনানি ও পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন গেজেট আকারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

আপনার জেলার সংবাদ পড়তে