কুমিল্লায় সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ ৬৭ হাজার ২’শ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করেছে ব্যাটালিন (১০ বিজিবি)। বুধবার (৩০ জুলাই) কুমিল্লা সীমান্তবর্তী রসুলপুর এলাকা থেকে উদ্ধার করেছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) লেফটেন্যান্ট কর্ণেল মীর আলী এজাজ)।
বিজিবি জানায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোর টায় ব্যাটালিয়নের সহকারী পরিচালক এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮০/এম হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ লাখ ৭৫ হাজার ৮৪০ পিস বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করেছে। বিজিবির উপস্থিতি দেখে চোরাকাবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে বলে জানা গেছে।