৫ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কার আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৩০ জুলাই, ২০২৫, ০৫:১৬ পিএম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৫:১৬ পিএম
৫ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কার আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ৫ আগস্ট ঘিরে বাংলাদেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সবকিছুই নিয়ন্ত্রণে আছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা। সম্প্রতি পুলিশের বিশেষ শাখা (এসবি) ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয়। এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উদ্যোগ। এর সঙ্গে সারাদেশের নিরাপত্তা পরিস্থিতির কোনো সংশ্লিষ্টতা নেই। ডিএমপির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার জন্য ডিএমপির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, “বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হয়। এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। সংবাদ অনুসন্ধানের প্রয়োজনে যেমন আপনারা এখন আমাকে প্রশ্ন করছেন, তেমনি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে।”

অন-অ্যারাইভাল ভিসা ইস্যুতে সাম্প্রতিক গুজব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে জানান, বাংলাদেশ কারো সঙ্গে চুক্তি ছাড়াই ভিসা দেয় না। যেসব দেশের সঙ্গে অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত চুক্তি রয়েছে, তাদের নাগরিকদের সেই সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। তিনি বলেন, “অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। চুক্তিভিত্তিক নিয়মেই ভিসা দেওয়া হচ্ছে।”

সাংবাদিকদের আরেক প্রশ্নে মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। তারা পুলিশ সদর দপ্তরে একটি কনফারেন্সে অংশ নিয়েছে এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে।

রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সরকারের পদক্ষেপ জানতে চাইলে উপদেষ্টা বলেন, দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা আইনের আওতায় আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে