খুলনার পাইকগাছা পৌর সদরের প্রধান সড়কের পাশে দোকানের বারান্দায় নাম পরিচয়হীন মানষিক ভারসাম্যহীন এক পাগলী ফুঁটফুঁটে কন্যা সন্তান প্রসব করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় প্রসবকালে তার পাশে কেউ না থাকলেও তার আত্নচিৎকারে দোকানি এগিয়ে আসলেও পরে অপর পথচারী উপজেলার কপিলমুনির শ্যামনগরের পল্লী চিকিৎসক হালিম সানা এসে নবজাতক ও পাগলী মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যাবস্থা করেন। পরে সেখানকার ডাঃ মেহেদী হাসান, নার্স হামিদা, রেহানাসহ অন্যান্যদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে নিরাপদ রাখেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হাসপাতালে অবস্থানকালে অপ্রকৃতিস্থ মা নবজাতককে বারংবার চেপে ধরার চেষ্টা করলে তাদেরকে আলাদা রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ বলেন, বর্তমানে মা ও শিশু সুস্থ্য রয়েছেন। এদিকে রাস্তা থেকে কুড়িয়ে নবজাতক ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় প্রশংসায় ভাসছেন পল্লী ডাক্তার হালিম সানা। এব্যাপারে সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, কর্তৃকপক্ষের সাথে কথা বলে ব্যাবস্থা নেওয়া হবে। এবিষয়ে খবর পেয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন পাইকগাছা হাসপাতালে গিয়ে নবজাতক শিশুটিকে পরম মমতায় কোলে তুলে নেন। এসময় তিনি অপ্রকৃতিস্থ মায়ের পরিচয় জানতে সকলের সহযোগীত কামনা করেন। এছাড়া সরকারিভাবে যথাযথ ব্যাবস্থা গ্রহণে তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে তাকে পাইকগাছা থেকে কপিলমুনির কাশিমনগর বাজারে অন্তস্বত্ত্বা অবস্থায় দিকবিদিক হাটাহাটি ও প্রলাপ বকতে দেখা যেত। এসময় বিভিন্ন দোকানে গিয়ে হাত পেতে খাবার সংগ্রহ করতে দেখা যেত তাকে। কখনো খাবার নিয়ে খেত আবার কখনো খাবার নিয়ে ফেলে রেখে ফের হাটাহাটি শুরু করতো। সর্বশেষ পাগলী মায়ের নাম-পরিচয় সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।