সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে। বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের আয়োজনে সেমিনারে তিনি এ কথা বলেন। বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, পরবর্তী সরকার সেগুলোকে বৈধতা দেবে কি না তা এখনো স্পষ্ট নয় বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের বিদায়ের পদ্ধতি এখনই পরিষ্কার হওয়া প্রয়োজন। যত দিন এই সরকার ক্ষমতায় থাকবে, দেশের রাজনৈতিক সংকট ততই গভীর হবে। তিনি বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার গুরুত্বও তুলে ধরেন এবং বলেন, অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা তখনই দেখা দিয়েছে যখন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং স্বাধীন নির্বাচন কমিশনের অনুপস্থিতির কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। এর উদাহরণ হিসেবে তিনি ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করেন।
তিনি আরও বলেন, চলমান সংস্কারের প্রক্রিয়া যতদূর সম্ভব এগিয়ে নেওয়া উচিত। সরকার যতটা সম্ভব সংস্কার করবে, ততটাই দেশের জন্য ভালো হবে। অন্যদিকে সেমিনারে উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, বর্তমান সরকার ‘সংস্কার’ বলে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি মনে করেন নির্বাচন আগামী অক্টোবরে হওয়া উচিত এবং যদিও পিআর পদ্ধতি ভালো, বর্তমানে তা সময়োপযোগী নয়।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও মাসুদ কামালের এই মন্তব্য রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকটের সমাধানের প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তোলে। অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ পথ ও ক্ষমতা হস্তান্তরের স্পষ্ট রূপরেখা না থাকায় দেশের রাজনৈতিক ভবিষ্যত অনিশ্চয়তায় রয়েছে।