জামালপুরে দুই টিকেট কালোবাজারী আটক

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৫:৪৪ পিএম
জামালপুরে দুই টিকেট কালোবাজারী আটক

আন্তঃনগর ট্রেনের ২১টি টিকেটসহ দুই টিকেট কালোবাজারীকে আটক করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। ৩০জুলাই বুধবার জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

জামালপুর রেলওয়ে থানার ওসি মো.রবিউল ইসলাম জানান,ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো.আনোয়ার হোসেনের নির্দেশে ইসলামপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অভিযান চালায় পুলিশ। এসময় অতিরিক্ত মূল্যে টিকেট বিক্রির সময় ইসলামপুর পৌর শহরের নটারকান্দা এলাকার রশিদ মিয়ার ছেলে বিল্টু(৪৫)কে আন্তঃনগর ট্রেনের ১৫টি টিকেট ও টিকেট বিক্রির আঠার’শ টাকাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে পুলিশ মেলান্দহ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে মেলান্দহ উপজেলার শাহজাহাদপুর গ্রামের মোকবুল হোসেনের ছেলে বিল্লাল(৩০)কে ৬টি আন্তঃনগর ট্রেনের টিকেট ও টিকেট বিক্রির ষোল’শ টাকাসহ আটক করেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে