খেলাফত মজলিস মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিস নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদারের নেতৃত্বে বুধবার নির্বাচনী গণসংযোগ শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল্লাহ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস, পৌর সভাপতি মাওলানা মঈনুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক মুহাদ্দিস মুফতি হোসাইন আহমদ, প্রচার সম্পাদক ক্বারী ওয়াহিদুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ওহিদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইয়ার আলী, ওলামা বিষয়ক সম্পাদক মুফতি আশিকুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান, শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাস্টার রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক মজলিস লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ওহিদুজ্জামান, আল-হুদা মসজিদের ইমাম ও খতিব মুফতি জোবায়ের আহমদ, মাওলানা নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফুল ইসলাম, ইতনা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল আজিজ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
গণসংযোগ শেষে লক্ষীপাশা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, নড়াইল জেলা সভাপতি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আ: হান্নান সরদার বলেন, “নড়াইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে খেলাফত মজলিস ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”
“জনগণের সহযোগিতায় নড়াইলকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জেলার রূপ দিতে আমাদের কোনো বিকল্প নেই। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে আমরা কঠোর অবস্থানে যাব।”