নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ভূঁইয়া ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে সালমদী বাজারের তিনটি দোকান ভাড়া নিয়ে সেখানে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় চালানো হচ্ছিল। দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়া নিয়মিত অন্য দুটি দোকানের ভাড়া পেয়েও কার্যালয়ের দোকানটির বকেয়া ছিল প্রায় এক বছর ধরে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভাড়া বকেয়া চাইতে গিয়ে সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তোতার ছেলে ও তার অনুসারীরা জাহাঙ্গীরকে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করেন।
নিহতের ছেলে রাসেল মিয়া জানান, ‘বকেয়া ১০ হাজার টাকা চাইতে গেলে তোতা মেম্বার ক্ষিপ্ত হয়ে বলেন, বিএনপির অফিসের কীসের ভাড়া? এ কথা শুনে বাবাকে ধরে নিয়ে গিয়ে মারধর শুরু করে।’ গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এটি বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়নি; তবে আড়াইহাজার থানা পুলিশ বিষয়টির তদন্তে নামিয়েছে এবং গ্রেপ্তারির চেষ্টা চলছে।
বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ এমন ঘটনা ঘটালে তারা দায় নেবে না। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি বলেন, ‘দলের নাম ব্যবহার করে অন্যায় করলে অপরাধীর শাস্তি হওয়া উচিত। বিএনপি অপরাধীদের আশ্রয় দেয় না।’
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘বিভিন্ন দিক থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। দাফন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’