রাষ্ট্র্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা তাইজুদ্দিন ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গোরস্থান মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে তাঁকে গার্ড অফ অনার দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এরআগে বীরমুক্তিযোদ্ধা তাইজুদ্দিন বুধবার ভোররাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা মৃত মিছু মন্ডলের ছেলে।স্ট্রোকজনিত কারণে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ছেলে, ৬ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযা চাঁড়ালডাঙ্গা গোরস্তান মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম,বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান, তারেস আলী,মনজুর রহমানসহ অনেকে। জানাযা শেষে চাঁড়ালডাঙ্গা গোরস্থানে তাকে দাফন করা হয়।