সেনবাগে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শামসুল আরেফিন প্রকাশ বাহাদুর (৩১)বামের এক মাদক ব্যাবসায়ীকে গেফতার করেছে। এ সময় পুলিশ তার নিকট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গ্রেফারকৃত শামসুল আরেফিন প্রকাশ বাহাদুর উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ৬নং ওয়ার্ডের আসলাম মুন্সির বাড়ির মৃত আব্দুল আলী ছেলে। সে পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক। সে অটোচালানো চন্দবেশে মাদক বিক্রি করতো।এঘটনায় সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন,সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত বাহাদুরকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।