দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গতিশীলতা আনতে উভয় দেশের ব্যাবসয়ীদের সাথে বৈঠক করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। বুধবার বিকেল সাড়ে ৩ টায় হিলি সীমান্তের বাংলাদেশ অংশে এ বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান এবং ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোয়িয়েশনের সভাপতি আলাউদ্দিন মন্ডল নের্তৃত্ব দেন। উভয় দেশের ব্যাবসায়ীরা হিলি স্থলবন্দরের দিয়ে আমদানি-রপ্তানি গতিশীলতা আনতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ভারতীয় সহকারী হাইকমিশনার সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।