বরিশালের মুলাদীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃধবার বেলা ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বরিশাল জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) উপজেলার ২০২২ ও ২০২৩ সালে এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় শিক্ষাবোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাণনা স্মারক ও নগদ টাকা পুরস্কার প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদ। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, জেলা শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা নিটুল মন্ডল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবাইদা পারভীন, পৈক্ষা হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আহমেদ, মুলাদী প্রেসক্লাবের সহসভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবাইদা পারভীন জানান, ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের ১০ হাজার টাকা এবং এইচএসসি ও আলিম পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা ইতোমধ্যে তাদের ব্যাংক হিসাবে প্রদান করা হয়েছে। বুধবার অনুষ্ঠানে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।