আশাশুনিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০৪:৩৪ পিএম
আশাশুনিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

আশাশুনিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা ও সংবেদনশীলতা বৃদ্ধিমূলন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরা জেলার মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা, সক্ষমতা এবং স্থানীয় প্রশাসনকে একটি কার্যকরী অভিযোজন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে উত্তরণ, আন্তর্জাতিক সংস্থা ওহঃবৎহধঃরড়হধষ জবংপঁব ঈড়সসরঃঃবব (ওজঈ) এর সহযোগিতায় খড়পধষ অফধঢ়ঃধঃরড়হ চষধহ ধহফ অপঃরড়হ (খঅচঅ) উবাবষড়ঢ়সবঃ ওহ ঃযব চধঃঁধশযধষর ধহফ ঝধঃশযরৎধ ফরংঃৎরপঃং প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রকল্প সমন্বয়কারী আল আমিন মোল্যার সঞ্চালনায় কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন, উত্তরণ মনিটরিং এন্ড ইভালুয়েশন প্রধান ও এলএপিএ প্রকল্প প্রধান হাসান আব্দুল্লাহ রাফাত, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রোগ্রাম হেড সুবর্ণা বর্মা, প্রকল্প সমন্বয়কারী আল আমিন মোল্যা, প্রকল্প সহকারী আহসানুল হক আসিফ। অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম। অংশ গ্রহনকারীদের মধ্যে ইয়াহিয়া ইকবাল, হাফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার জেলার সংবাদ পড়তে