নীলফামারীর সৈয়দপুরে গাছের ডাল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। ৩১ জুলাই উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর ডালিয়া ক্যানেলের ধারে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন (২২ ) বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়ার মেনার উদ্দীনের ছেলে।
এলাকার লোকজন জানায়, রাতের কোন এক সময়ে হয়তো তাকে কে বা কারা মেরে লাশ গাছের ডালে ঝুলে রেখেছে। সকালে গ্রামের লোকজন গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকার লোকজনের মধ্যে কানাঘুষা চলছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।