চাটমোহরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০৪:৫৩ পিএম
চাটমোহরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। টিকাদান কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ডাঃ রাশিদুল করিম। সভায় বলা হয় ১ থেকে ১৫ বছর বয়সী প্রত্যেক মানুষ টাইফয়েড টিকা গ্রহণ করবে। আগামী সেপ্টেম্বর মাসে ৪ সপ্তাহব্যাপী সারাদেশে এই টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সরকারি কর্মকর্তা,শিক্ষক,মসজিদের ইমাম,জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে