পাবনার চাটমোহরে ২০২৪ সালের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজনে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় ডাক্তার জয়েন উদ্দিন স্কুলের ডাঃ শহীদুল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সহকারি অধ্যাপক সৌমিত্র কর্মকার সিল্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সহকারি শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন,সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান,সহকারি শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ওচাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক মাহবুবুল আলম মাহমুদ।
অনুষ্ঠানে পাবনা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে আওতায় চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার ১২টি কিন্ডারগার্টেন স্কুলের ২৪৯জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদপত্র,প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,অভিভাবক,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।