পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রাম থেকে কথিত অপহৃত মোঃ শহিদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একটি যৌতুক মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানায় শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি ধুলাউড়ি থেকে শহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। শহিদুল ওই গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। অথচ এই শহিদুলকে অপহরণ ও হত্যার করে গুম করার অভিযোগ করেন শহিদুলের মা মোছ্ঃ আমেনা খাতুন। আমেনা খাতুন আদালতে অভিযোগ করেন তার ছেলে শহিদুল ইসলামতে গত ১/৭/২০২৪ ইং তারিখ দুপুরে বিবাদী ধুলাউড়ি গ্রামের মোঃ আফাজ,মোছাঃ আলেয়া,মোঃ মাসুম,আসাদ,আজমত আলী,মজির উদ্দিন,সারেদুল এবং বওশা সেনগ্রামের মোছাঃ সেলিনা,সেনগ্রামের সুকচাদ ও রফিকুল শহিদুল ইসলামকে তার বাড়ি হতে মোটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়। আমেনা খাতুনের ধারনা জন্মে তার ছেলেকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। আদালত তদন্তপূর্বক পদক্ষেপ নিতে চাটমোহর থানাকে নির্দেশ দেন। থানা তদন্ত তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বিবাদী সুকচাদ,আসাদ,আজমত আলী,রফিকুল ও মোছাঃ সেলিনাকে অভিযুক্ত করা হয় এবং বাকিদের সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করা হয়। শহিদুল ইসলাম ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলো। বিবাদীরা আদালত থেকে জামিন গ্রহণ করেন। এদিকে পারিবারিক কলহের কারণে শহিদুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন আদালতে যৌতুক মামলা দায়ের করেন। এই মামলায় আদালত শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। শহিদুলকে অপহরণ ও হত্যার মিথ্যে অভিযোগে দায়ের করা মামলায় বিবাদীরা হয়রানীর শিকার হয়েছেন। তারা শহিদুল ইসলাম ও তার মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।