পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখায় স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্যের নেতৃত্বে হামলা,ভাঙ্চুর ও মারপিটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফৈলজানা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় বিএনপি নেতা ফৈলজানা গ্রামের লোকমান হোসেন দলবল নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ঢুকে ম্যানেজার শামসুজ্জামান নয়নকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ম্যানেজারের কক্ষের গ্লাসসহ আসবাবপত্র ভাঙ্চুর ও তাকে মারপিট করে। এসময় ব্যাংকের অন্যন্যরা এগিয়ে এলে তাদেরকে গালিগালাজ করে ক্যাশ কাউন্টারের গ্লাসও ভাঙ্চুর করে। আতঙ্কিত হয়ে পড়া ব্যাংকের লোকজনের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে লোকমান গং নানা রকমের হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ,শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ও র্যাবের একটি টিম ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ব্যাংকের ডিজিএম মোঃ হেলাল উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারাও ফৈলজানাতে আসেন।
ব্যাংকের ম্যানেজার শামসুজ্জামান নয়ন জানান,ইউপি সদস্য লোকমান হোসেন ব্যাংকের ঋণখেলাপী। অনেক বছর পার হলেও তিনি ঋণ পরিশোধ করেননি। ৩ লাখ ৪১ হাজার টাকা আদায়ে আইনী প্রক্রিয়া শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ। এ খবরে লোকমান মেম্বার আজ দুপুরে দলবল নিয়ে ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর ও মারপিট করে। আমরা এখন আতঙ্কিত।
শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবুল কালাম জানান,খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। লোকমান মেম্বার গং ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর করার পাশাপাশি ম্যানেজারসহ অন্যদের মারপিট করে। আমরা এখনো ঘটনাস্থলে আছি।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনও (বিকেল সাড়ে ৪টা) পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে থানায় মামলা হচ্ছে। ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন মামলা করবেন। বিস্থারিত পরে জানাতে পারবো।