বরগুনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ পালিত

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০৬:৩৫ পিএম
বরগুনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ পালিত

নতুন বাংলাদেশের জয়যাত্রায় শহীদ স্মরনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরগুনায় মার্চ ফর জাষ্টিস কর্মসুচি পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা জেলা শাখার উদ্দ্যোগে বৃহস্পতিবার দুপুরে  র‍্যালি শেষে জেলা আইনজীবী সমিতি চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার আহবায়ক অ্যাড. মজিবর রহমান মজিবরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সি: যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বতর্মান পাবলিক প্রসিকিউটর অ্যাড. নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. রেজবুল কবির, জেলা যুুুুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আহসান হাবিব স্বপন, জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. সেলিম হোসেন প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সদস্য বৃন্দ।

বক্তারা বলেন, জুলাইর গন আন্দোলনে গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের ছাত্র সমাজের সাথে বিএনপিসহ সাধারণ মানুষের সমন্বয়ে এ দেশ থেকে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটে। ওই আন্দোলনে যারা গনতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছে তাদের রুহের মাগফিরাতসহ গভীরভাবে তাদের কথা স্মরন করছি। কিন্তু, আজও বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নিবার্চন দিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে অন্তবর্তীর্কালীন সরকারের প্রতি বক্তারা আহবান জানান।

সমাবেশ সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সদস্য সচিব অ্যাড. আবদুল ওয়াসী মতিন।

আপনার জেলার সংবাদ পড়তে