কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই গাছের চারা ও সার,বীজ বিতরন করা হয়। এ সময় প্রান্তিক চাষি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, অনুতাপ সরকার, আল মাহফুজ, মাহমুদ হোসেন প্রমুখ।