বাসাইলের প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০৭:৩০ পিএম
বাসাইলের প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতা

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উদযাপন ও জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শিশু শহিদদের স্মরণে কবিতা, গান, রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ের ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা আক্তার, সহকারী শিক্ষক মুনসুর হেল্লাল মিঞা, জাকির হোসেন, পারভীন সিকদার, চাঁদ রেখা আক্তারসহ ওই স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে