নোয়াখালীতে ফিল্মি স্টাইলে এক প্রবাস ফেরত যুবককে পিস্তল ঠেকিয়ে অপরনের চেষ্টা করেছে সন্ত্রাসী শাকিল যা সিসিটিভি ফুটেযে স্পষ্ট দেখা যায় । এ সময় স্থানীয় জনতার তোপের মুখে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে জেলার বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের হীরাপুরে।
ভুক্তভোগী রিয়াদ হোসেন জানান,তিনি বাড়ি যাওয়ার সময় হিরাপুর স্থানীয় চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ব্রীক ফিল্ডের সামনে তার গতি রোধ করে দলবল নিয়ে পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টা করে সন্ত্রাসী শাকিল মাহমুদ । এসময় তিনি গাড়িতে উঠতে না চাইলে তাকে গুলি করার হুমকি দেয়। এক পর্যায়ে ইট দিয়ে তার মাথা থেঁথলে দেওয়ারও চেষ্টা করা হয় বলে তিনি জানান। স্থানীয় জনতা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। গত ১৫-২০ দিন আগে জেল থেকে জামিনে বের হয় শাকিল। তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকদিন আগে সন্ত্রাসী শাকিলকে অস্ত্রসহ স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। বেগমগঞ্জ থানার ওসি সহ প্রশাসন কয়েকজনকে উদ্বুদ্ধ করে সাক্ষী দেওয়ার জন্য রিয়াজ সহ ৬ জন সাক্ষী দেন। এই সাক্ষী যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো।
সন্ত্রাসী রা জামিনে এসে হুমকি ধমকি এমনকি অস্ত্র নিয়ে হত্যার জন্য তাড়া করছে বলে ভুক্তভোগীরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শাকিল চাঁদাবাজি,অপহরণ,সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সে সাধারণ মানুষকে হুমকি ধমকি দিয়ে জিম্মি করে রাখে। এছাড়াও সে এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার রয়েছে শক্ত মাদক সিন্ডিকেট।
শাকিল এর অপরাধ মূলক কর্মকান্ডে অতিষ্ট এলাকাবাসী, তারা ঐক্যবদ্ধ হয়ে শাকিলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
ঘটনার পর রিয়াজ হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় শাকিল মাহমুদ, সাইফুল ইসলাম সহ অজ্ঞাত পাঁচ ছয় জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় ব্রীকফিল্ডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুর রহমান জানান ।