ভালুকায় পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থী ও এক যুবকের মৃত্যু হায়েছে। উপজেলার কাঠালী গ্রামে আশ্রাফুল উলুম কওমি হাফিয়া মাদ্রাসর শিক্ষাথী নাবিল (১৩) মাদ্রাসার পাশে বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। নিহত নাবিল উপজেলার কাইচান গ্রামের সৌদি প্রবাসী ওসমান মিয়ার ছেলে। জুমার নামাজের পুর্বে সে তিন বন্ধুকে নিয়ে মাদ্রাসার পাশের বিলে গোসল করতে যায়। পরে তিন বন্ধু উপরে উঠে আসলেও নাবিলকে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে শিক্ষকরা বিলে নেমে খুজে নাবিলকে উদ্ধার ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
অপর দিকে কনটেন বানাতে ভিডিও করার জন্য গাজীপুরের কাপাসিয়া ভাইরাল শাপলা বিলে পানিতে ডুবে বায়োজিদ হাসান মিম নামের এক যুবক মারা গিয়েছে। নিহত মিম ভালুকা উপজেলার চান্দাব গ্রামের ফরহাদ হোসের ছেলে। তারা ৫ বন্ধু ভাইরাল শাপল বিলে নৌকা দিয়ে ভিডিও করার সময় নৌকা ডুবে গেলে বায়োজিত পানির নিচে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে বায়োজিতকে মৃত অবস্থায় উদ্ধার করে।