গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির দুই বছর পূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও মিষ্টি বিরতণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) সকালে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা অডিটরিয়ামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত শিল্পকলা একাডেমির দুই বছর পূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।
শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য সচিব মানস কুমার গুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হন কালীগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা মো. আজিজুর রহমান। এ সময় তিনি ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে ক‚শল বিনিময় করেন।
প্রধান অতিথি উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ একাডেমির দুই বছর পূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের মূখে মিষ্টি তুলে দেন। এ সময় পুরো অনুষ্ঠান আনন্দ উল্লাসে মেতে উঠে।
শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য সচিব মানস কুমার গুন জানায়, গত ২০২৩ সালের প্রথম দিকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান বন্ধ হওয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির দ্বার উনমোচন করেন। বদলী জনিত কারণে তিনি চলে গেলে তারস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এস এম ইমাম রাজি টুলু। বদলী জনিত কারণে তিনিও চলে গেলে শিল্পকলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব নেন সাংস্কৃতিক বান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। তার পৃষ্ঠপোষকতায় আজ প্রায় শতাধিক বিভিন্ন এলাকার শিক্ষার্থী একাডেমিতে নিয়মিত নাচ, গান, চিত্রাংকন ও গিটার বাজানো শিক্ষা গ্রহণ করছেন।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক গান ও গিটার অনুপম চক্রবর্তী, চিত্রাঙ্কন জান্নাতুল ফেরদৌস, নৃত্য সুজন এলভার্ট রোজারিও, তবলায় জীবন মিত্র, স্থাণীয় গণমাধ্যম কর্মী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।