দুমকিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ১১:৫৬ এএম
দুমকিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে মুক্তা আক্তার (২৫ ) নামের এক দুই সন্তানের জননী  গৃহবধুর   মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের শশুরবাড়িতে অচেতন অবস্থায়  তাকে দুমকি উপজেলা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্বশুরবাড়ির দাবি, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে মুক্তার ভাই মাসুম হোসেনের অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুর শাশুরীর নির্যাতনে মুক্তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সাধারণ ডায়েরি মূলে(ডায়েরি নং ৮/১ আগস্ট২৫) পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই মাসুম হোসেন দুমকি থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশ তা আমলে নেয়নি। দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে