গজারিয়ায় নয় ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ১২:২৫ পিএম
গজারিয়ায় নয় ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে নয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (০১আগস্ট) সকাল ৯টার দিকে  মহাসড়কের বালুয়াকান্দি ও সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের ভবেরচর কলেজ রোড নামক পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল অহিদ মিয়া ছেলে পুলিশ কনস্টবল ঝিলু রহমান(৪২)। সে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন। অপরজন একই ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে ওয়াজকুরুনী সরকার (৩০)। এদিকে আহত হয়েছেন একই গ্রামের আব্দুল জলিলের ছেলে লোকমান সরকার (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে