নিকট অতীতে এত বাজে সময়ের মুখোমুখি হয়নি ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচে মাত্র একটি জয়, হেরেছে আটটি। এদিকে চোটের তালিকাও লম্বা হচ্ছে। সবশেষ ডিফেন্ডার রুবেন দিয়াস ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন। অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগে কোচ পেপ গার্দিওলা জানালেন, লম্বা সময় দিয়াসকে দলে পাওয়া যাবে না। ক্লাব জানিয়েছে, সময়ের ব্যাপ্তিটা তিন থেকে চার সপ্তাহের। নভেম্বরে পাঁচ ম্যাচের কোনোটি খেলা হয়নি দিয়াসের। কাফ সমস্যায় ভুগছিলেন তিনি। ডিসেম্বরের শুরুতে দলে ফিরলেও ম্যানইউর বিপক্ষে পেলেন চোট। পেশির সমস্যায় পড়েছেন পর্তুগিজ ডিফেন্ডার। এছাড়া গোলকিপার এদারসনের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। গার্দিওলা বললেন, ‘দীর্ঘদিনের জন্য ছিটকে গেছে রুবেন। এদারসনের ব্যাপারে আমি জানি না তাকে কাল পাওয়া যাবে কি না।’ গার্দিওলা জানান, ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের ম্যাচে ৭৫ মিনিটের পর অস্বস্তি বোধ করেন দিয়াস। তবুও মানসিক শক্তির জোরে পুরোটা সময় খেলে গেছেন। এরই মধ্যে ইনজুরিতে সাইডলাইনে আছেন অস্কার বব, নাথান আকে, ম্যানুয়েল আকাঞ্জি ও রদ্রি। জেরেমি ডকু, জ্যাক গ্রিলিশ, ফিল ফডেন ও জন স্টোন্সও এই মৌসুমে অধিকাংশ সময় মাঠের বাইরে।